কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত সকল নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।

অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ ও সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ করেন নির্বাচিত সভাপতি মনজুরুল ইসলাম, সহ-সভাপতি হাসান আলি ও আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আজগার আলী, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও লালটু হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক মোশারফ গাজী, সড়ক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক ফারুক হোসেন স্বপন এবং সদস্য আবেদ আলি।