কলারোয়া সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনেও ভূমিকা রাখতে সাতক্ষীরা কলারোয়া সরকারি কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩। আজ সমাপনী অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

তিনদিন ব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩ উদযাপনে কলেজে নজরুল সংগীত রবীন্দ্র সংগীত , সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, নৃত্য, একক অভিনয়, আধুনিক গান, সুন্দর হাতের লেখা , শুদ্ধ বানান প্রতিযোগিতা, দেশের গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। এর মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান এবং অর্জনকারী ৫০ জনকে পুরস্কার তুলে দেন করেন অতিথিরা। ১৫ টি প্রতিযোগিতার মধ্যে পাঁচটি প্রতিযোগিতায় প্রথম ও একটিতে দ্বিতীয় হওয়ায় অনুষ্ঠান সেরা পুরস্কার অর্জন করেন কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ণবি পাল রিয়া।

কলেজের ইংরেজি শিক্ষক টিএম মঞ্জুর আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মোঃ আতিয়ার রহমান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক হোসেন, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩ এই অনুষ্ঠানের আহ্বায়ক কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু বক্কর সিদ্দিক, এছাড়াও কলারোয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিমসহ কলে