কলারোয়ায় আবারও রাস্তা কেটে চলছে বানিজ্য, সংবাদ কর্মীর সাথে বাকবিতন্ডা!
সরদার কালাম : যেখানে সুঁচ ঢোকে না, সেখানেই স্থানীয় প্রভাবশালীরা ঢোকাচ্ছেন বড় বড় ট্রাক, লড়ি,মাটি বহনকারী পিকআপ! কথা বললেই, মারপিট, হুমকি ধামকী এমনকি মামলা দেওয়ার ভয়!বাড়ি থেকে বেরোনোই কষ্ট!আমরা সরকারকে ভোট দিয়েছিলাম, এলাকার উন্নয়নের জন্য! রাস্তাঘাট, ব্রিজ, কালভটসহ এলাকার বিভিন্ন্য উন্নয়নমুলক কাজের আশায় ! সেই অনুযায়ী বর্তমান সরকার কাজও করেছেন আমাদের ইউনিয়ানে!কিন্তূ,আমাদের এলাকায় কিছু অসাধু, স্বার্থনেশী বাবস্যয়ী, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা, সেই নির্মিত সরকারি রাস্তা কেটে, সমতল ভূমিতে পরিনত করছে! করছে সরকারি রাস্তা কেটে, পার্শ্ববর্তী ফসলী জমি ও কপোতাক্ষ নদীর তীরবর্তী পুকুর থেকে মাটি ও বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি!রাস্তা কাটাতে আমরা এলাকাবাসী চলাচল করতে পারছি না, বর্ষা মৌসুমে বাড়ি থেকে বেরোতে পারিনা!কথা বললেই আমাদের মারপিট ও বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হয়,একই সুরে, এমনই কথা ব্যক্ত করেন, উপজেলার দেয়াড়ার পাকুড়িয়া মাঠপাড়া গ্রামের সাফিজুল ইসলাম ,মিজানুর রহমান, নুর-ইসলাম ও রবিউল ইসলাম!নির্যাতিত স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানসহ , মটরসাইকেল ভাড়ায় চালক জৈনেক নুর-ইসলাম ও রবিউল ক্ষোভের সাথে অভিযোগের সুরে বলেন,ইতিপূর্বে ঐ রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলায়, আমাদের মটরসাইকেল পুড়িয়ে দেওয়া ও হামলা মামলার হুমকির সম্মুখীন হতে হয়েছিল!সরকারের রাস্তা সরকার গিয়ে দেখভাল করুণ ! প্রয়োজনে আমরা সাধারণ মানুষ ঘর থেকে বের হব না!হাতে গোনা কয়েক জন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরাই ধংস করে দিক এলাকার রাস্তাঘাট! কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নির্মিত সরকারি রাস্তা কেটে, কপোতাক্ষ নদ তীরবর্তী পুকুর ও আবাদী জমি থেকে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি বানিজ্যের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেয়াড়ার পাকুড়িয়া ফজলু সরদারের মোড় থেকে মাঠপাড়া ও দেয়াড়ার মিলনের কবরের মোড় থেকে গড়গড়িয়া বাজার সড়কের, সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা কেটে, পার্শ্ববর্তী ফসলী জমি এবং পুকুরের মাটি ও বালু উত্তোলন করে, অন্যত্র বিক্রি করা হচ্ছে! এই দূর্বিসহ ঘটনাকে কেন্দ্র করে, এলাকার নির্যাতিত বাসিন্দাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় একাধিক বাসিন্দারা জানান- ‘বন্যার কবল থেকে কপোতাক্ষ পার্শ্ববর্তী জনগণকে বাঁচাতে এবং জনসাধারণের চলাচলের উপযুক্ত করতে, বর্তমান উন্নয়নশীল সরকার ঐ ভেড়িবাধ ও রাস্তা নির্মাণ করেন। সেই মেইন সড়ক বা রাস্তা কেটে, বিভিন্ন পুকুর ও ফসলী জমি থেকে মাটি কেটে, দেয়াড়া ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দীন মোহাম্মদ এর ছেলে রবিউল ইসলাম ট্রাক ভর্তি করে মাটি অন্যত্র বিক্রি করছেন।’ তারা আরো জানান-এলাকার কাউকে কিছুই বলে আশানুরূপ ফল পাওয়া যাবে না!তবে স্থানীয় নেতৃবৃন্দ ইচ্ছা করলে এসকল সমস্যা সমাধান করতে পারেন বলে মনে করছেন সকল ভুক্তভোগী এলাকাবাসী!কিন্তূ, এক স্থানে বন্ধ হলে, আরেক স্থানে ক্ষতিগ্রস্ত করছে প্রভাবশালীরা!তাছাড়া, রাস্তা খানাখন্দ সৃষ্টি করে চলাচলের অনুপযোগী করেছে , সরকারের কোটি টাকায় নির্মিত রাস্তা ক্ষতিগ্রস্ত করছে!জলান্জলীতে পরিনত হচ্ছে সরকারের অর্থ। তাছাড়া বিষয়টি ক্যামেরা বন্দি করার সময়,উপস্থিত জৈনেক রবিউল ইসলাম এর সহযোগিদের সাথে বাকবিতন্ডার সম্মুখীন হতে হয় সংবাদ কর্মীকে!সাথে থাকা ভাড়াটি মটরসাইকেল চালককেও ছোট বড় কথা বলে নাম অজানা রবিউলের সহযোগি। বিষয়টি নিয়ে রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন- ‘ মাটি অপসারণে একটু অসুবিধা দেখা দিলে, আংশিক রাস্তা কাটা হয়েছে। কাজ শেষ হলেই বন্ধ করে দেয়া হবে। এ ব্যাপারে মুঠোফোনের মাধ্যমে, দেয়াড়া ইউনিয়ান চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে এর কাছে জানতে চাইলে তিনার ফোন বন্ধ দেখায় , জানা সম্ভব হয়নি! বিষয়টি দ্রুত সমাধানে ঊর্দ্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন