কলারোয়ার কেঁড়াগাছিতে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ
কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ২৫ ও ৩২ মিনিটে অবিবাহিত দলের স্ট্রাইকার শাহারুল দুইটি গোল করে দলকে এগিয়ে নেন। ৪৬ মিনিটে একই দলের খেলোয়ার রাজ আরো একটি গোল করে ব্যবধান বাড়ান।
এরপর উভয় দলের খেলোয়াররা মুহুর্মুহু আক্রমণ পাল্টা আক্রমণে খেললেও রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোন গোল না হওয়ায় বিবাহিত দলকে ৩-০ গোলে পরাজিত করে অবিবাহিত দল জয় লাভ করে।
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আশিক।
স্থানীয় অনেকে খেলা উপভোগ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন