কলারোয়ার দুই ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জানুয়ারী) দুপুরে সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার ও অনুষ্ঠিতব্য দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাস।
প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।
বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম, তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়সহ নির্বাচন কর্মকর্তাবৃন্দ।
উপজেলার দুইটি ইউপি নির্বাচনে ১৮জন প্রিজাইডিং, ৮৪জন সহকারি প্রিজাইডিং ও ১৬৮জন দায়িতপ্রাপ্ত পোলিং অফিসার প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
প্রসঙ্গত, পঞ্চম ধাপের ঘোষিত ইউপি নির্বাচনের অংশ হিসাবে আগামি ৫ জানুয়ারী বুধবার উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন