কলারোয়ার নবাগত ওসিকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মাননা স্মারক প্রদান
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস কে সম্মাননা জানিয়েছেন কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
শুক্রবার বেলা ১১টার দিকে কলারোয়া থানার ওসি’র সাথে সৌজন্য সাক্ষাতকালে এ সম্মাননা স্বারক প্রদান করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু, সহ.সভাপতি মীর আব্দুল ওয়াদুদ মন্টু, শেখ শওকাত আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোক্তার আলী, সহ.সম্পাদক শরিফুল ইসলাম, আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার ফারুক হোসেন, সড়ক সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক লাল্টু হোসেন, নির্বাহী সদস্য আবেদ আলী, অফিস সহকারী আতিয়ার রহমান সহ উপজেলার সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় নবাগত অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াসকে। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত কলারোয়া গঠনে শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান ওসি মুনীর উল গীয়াস। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার উপসহকারী পুলিশ পরিদর্শক এএসআই মফিজুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন