কলারোয়ায় অপহরণকারী আটক, অপহিৃতা উদ্ধার
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় এক যুবক আটক হয়েছে। এসময় পুলিশ অপহৃতাকে উদ্ধার করেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-কলারোয়া উপজেলার খোরদো স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী (১৫ ) কে অপহরনের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
রোববার (২৩ই জুন) রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই রইচ উদ্দিন ও এএসআই শেখ মোস্তাক আহম্মদসহ সংগীয় ফোর্সের সহায়তায় অপহরণকারী হাবিবুর রহমান (২২) কে সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গার বলাডাঙ্গা থেকে আটক করা হয়। সে কলারোয়া উপজেলার মাদরা গ্রামের আ: মজিদের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, সোমবার সকালে অপহরনকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন