কলারোয়ায় এইচএসসিতে সোনার বাংলা ডিগ্রী কলেজ দ্বিতীয় স্থানে
সদ্য প্রকাশিত হওয়া এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া সোনার বাংলা ডিগ্রী কলেজ পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে বলে জানা গেছে।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুয়ারা খাতুন বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় আমাদের ৯৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তার মধ্যে ১জন এ প্লাস সহ ৬৪ জন কৃতিত্বের সাথে পাস করেছে। পাশের হার এসেছে ৬৭%। যেটি উপজেলায় এইচএসসির ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এদিকে কলেজের বি.এম শাখা থেকে ৬৬ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৫ জন উত্তীর্ণ হয়েছে। সেখানে পাশের হার ৬৮%।
উল্লেখ্য, এ বছর এইচএসসিতে সোনার বাংলা ডিগ্রী কলেজ উপজেলায় দ্বিতীয় অবস্থানে থাকলেও গত বছর অত্র কলেজেরই ছাত্র গোল্ডেন এ প্লাস পেয়ে যশোর বোর্ডে মানবিকে প্রথম স্থান অধিকার করেছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন