কলারোয়ায় খালুর বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়ায় খালুর বাড়ী বেড়াতে এসে পানিতে ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের পূর্ব পাড়ার নায়েব আলীর বাড়ীতে।

সিয়াম পার্শ্ববর্তী শার্শা উপজেলার উলশী ইউনিয়নের রামপুর ধলদা গ্রামের হবিবর রহমান ও শাহানারা খাতুনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নানীর সাথে খালুর বাড়ি রামভদ্রপুরের বেড়াতে আসে সিয়াম। খেলার ছলে সিয়াম মঙ্গলবার দুপুরের দিকে সকলের অগোচরে বাড়ির পাশের ডোবায় পানিতে ডুবে যায়। খোঁজাখুজির পর বেলা ৩টার দিকে তার নিথর দেহ ভেসে উঠে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।