কলারোয়ায় চোখ অপারেশনে নগদ অর্থ তুলে দিলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অসহায় গরিব পরিবারের মধ্য নগদ অর্থ প্রদান করেছে।বৃহস্পতিবার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিসে এক আলোচনা সভায় এ নগদ অর্থ প্রদান করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার জালালাবাদ গ্রামের কবিরুল ইসলামের স্ত্রী পারুল খাতুনের হাতে এ নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপিত মশিউর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সসম্পাদক আশিকুর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ আহমেদ জনি, উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুজ্জামান টিটু, ছাত্রলীগ নেতা আবু রায়হান, ইমরান হোসেন, তাহের ইসলাম নিরব, আরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ-উপজেলার জালালাবাদ গ্রামের কবিরুল ইসলামের ছেলে সাইদ হোসেন (৭) দীর্ঘ দিন ধরে একটি চোখে দেখতে পায়না। অসহায় এই পরিবারের ছেলের চোখ অপারেশনের জন্য এগিয়ে আসে ছাত্রলীগ নেতৃবৃন্দ। জালালাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অসহায় পরিবারটির হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন