কলারোয়ায় টিএমসি’র প্রশিক্ষণ ও আলোচনা সভা
কামরুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী চান্দুড়িয়া বাজারে অবস্থিত টিএমসি কার্যালয়ে সমবায় কর্র্মীদের ঋণের টাকা পরিশোধ ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে এক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলা সমবায় অদিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক আশরাফ আলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলি, মতিয়ার রহমান, জাফর ইকবাল, মজনুর রহমান, শ্রী রনজিত কুমার, আসমত আলি প্রমুখ।
অনুষ্ঠানে ৫টি সমিতি অংশগ্রহণ করে। উল্লেখ্য, টনি মাল্টিপারপস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (টিএমসি) সীমান্ত জনপদে আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে দায়িত্বশীলতার সাথে কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন