কলারোয়ায় ফুড ব্যাংক ৫০০পরিবারকে খাদ্য দিলেন
বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ায় ৫শ’ অসহায় ও দুস্থ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১২জুলাই) সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা মাধ্যমিক বিদ্যালয়, সাতপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর বালিকা বিদ্যালয় ও সোনবাড়ীয়ার মাদরা মোড়ে সকাল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা। বাংলাদেশ ফুড ব্যাংকের চেয়ারম্যান আল মামুনের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আ: ছাত্তার, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার কলারোয়া সংবাদদাতা জুলফিকার আলী। এ সময় অসহায় মানুষদের খাদ্য বিতরণে সহযোগিতা করেন, বাংলাদেশ ফুড ব্যাংকের সাতক্ষীরা জেলার ভলান্টিয়ার শফিউল আজম, তানভীর আহম্মেদ প্রান্ত, মো: সুইচ, মোতাহার হোসেন, ডা: ফজলুর রহমান প্রমুখ। উল্লেখ্য-ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল-১০কেজি, আলু-দেড় কেজি, মুশুরীর ডাল-১কেজি ও খাওয়ার লবণ-৫০০ গ্রাম করে প্রত্যেক কার্ডধারীর মধ্যে বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন