কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে কোমলমতি খেলোয়ারদের নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। চলবে ১৮জুলাই পর্যন্ত। ছাত্রদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রীদের অংশ গ্রহণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন জোন থেকে বিজয়ী স্কুলের ১৩টি করে মোট ২৬টি দল অংশ নিবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: মোজাফ্ফার উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা স্কাউটের কমিশনার ইউনুস আলী, প্রধান শিক্ষক আরশাদ আলী, সহিদ উদ্দীন, হাবিবুর রহমান, আহসান উল্লাহ, পারুল আক্তার, হালিমা খাতুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুজ্জামান কাকন, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। ম্যাচগুলো পরিচালনা করেন সহকারী শিক্ষক জিএম মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন ও আনোয়ার হোসেন। খেলার ধারভাষ্যে ছিলেন প্রধান শিক্ষক এসএম আসাদুর রহমান সেন্টু, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুন ও সহকারী শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন