কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন
কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০’ পালিত হয়েছে। ‘মহামারি কোভিড-১৯কে প্রতিকার করি, নারী ও কিশোরীর সু-স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১জুলাই) সকাল ১০টায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার কানিজ ফাতেমা।
সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক নূর মোহাম্মদ, ইউ,পি সদস্য খাইরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী নাঈম, জেসমিন খাতুন, শিরিনা খাতুন, অফিস স্টাফ হাসমত আলীসহ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে বলে জানা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন