কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
সাতক্ষীরার কলারোয়ায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২১’ পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। একই সাথে আগামি ৬ ডিসেম্বর কলারোয়া পাকহানাদারমুক্ত দিবসটিও পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হোসেন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার অমল কৃষ্ণ সরকার, সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল গফুর গাজী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সূধিবৃন্দ।
উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন