কলারোয়া দুপ্রক খুলনা বিভাগে শ্রেষ্ঠত্বের তালিকায় তৃতীয়

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) খুলনা বিভাগে শ্রেষ্ঠত্বের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। গতকাল কলারোয়া দুপ্রক এর সভাপতি আখতার আসাদুজ্জামান (চান্দু) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (খুলনা) আমরা ছায়াচিত্রে, রংতুলিতে, কাগজের পাতায় এবং আমাদের শপথ শিরোনামে চারটি স্থির অ্যালবাম জমা দিয়ে বাছাইকৃতভাবে শ্রেষ্ঠত্বের তালিকায় স্থান পেয়েছি। ২০১৭ সালের পুরো বছর জুড়ে কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) যে কার্যক্রম সমূহ পরিচালনা করেছিল সেগুলোর উপরে তৈরি করা হয়েছিল ঐ চারটি অ্যালবাম।

বিভাগীয় এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে কলারোয়া দুপ্রকের সভাপতি আরো বলেন, দুর্নীতি বিরোধী ‘নৈতিকতাবোধ’ জাগ্রত ও সততা চর্চার লক্ষ্যে কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে শিক্ষার্থীদের নিয়ে ‘সততা সংঘ’ নামে একটি সংগঠনও করা হয়েছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে দুপ্রক এর কমিটি গঠনের করে বিভিন্ন সেমিনার ও সচেতনামূলক অনুষ্ঠানের মাধ্যমে দুর্নীতি বিরোধী প্রচারণা অব্যাহত রেখেছে কলারোয়া উপজেলা দুপ্রক।

কলারোয়া দুপ্রকের এই কৃতিত্ব গৌরবের উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, মিসেস লতিফা আখতার (হেনা), সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সদস্য- জুলফিকারুজ্জামান জিল্লু, অধ্যাপক এ.এইচ.এম কামরুজ্জামান পলাশ, উৎপাল কুমার সাহা, মোঃ আজহারুল ইসলাম, জাহিদুর রহমান খান চৌধুরী।