কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জে.এস.সি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান
কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭ সালের জে.এস.সি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার সময় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপত্বি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান।
দোয়া অনুষ্ঠানের পূর্বে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক মশিউর রহমান।
আগামী ১ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য জে.এস.সি পরীক্ষায় বিদ্যালয় থেকে ৭৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করবে বলে জানান প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন