কসাইয়ের খাঁচায় সন্তান আর পেছনে দৌড়াচ্ছে মা, প্রশ্নবিদ্ধ মানবতা! (ভিডিও)
শরীর থেকে এখনও দুধের গন্ধ যায়নি। এমন অবস্থায় মাকে দেখতে হল সন্তান তার থেকে দূরে চলে যাচ্ছে।
গন্তব্য কসাইখানা। তাই সন্তানদের নিয়ে যাওয়া গাড়ির পিছনে ছুটতে থাকে মা। শেষপর্যন্ত গাড়ির গতির কাছে হার মানতে হলো তাকে। এখানে জননী হল এক গাভি।
নিউজিল্যান্ডের পশুপ্রেমীদের একটি সংগঠন সেই হৃদয়বিদারক ভিডিওটি সম্প্রটি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করে। যা দেখে অনেকেই নিজেদেরকে জীবনের আয়নায় আরও একবার দেখছেন। জ্ঞানপাপের বিলাপ অনেক নেটিজেনের মুখে। নিউজিল্যান্ডে সেই চতুষ্পদের নাছোড় দৌড় দেখে অনেকেরই দুই চোখে নেমে এসেছে অশ্রুধারা।
দুগ্ধ এবং মাংস উৎপাদনে বিশ্বে সামনের সারিতে রয়েছে নিউজিল্যান্ড।
ছোট্ট এই দেশটিতে প্রতি বছর প্রায় ২০ লক্ষ নবজাতক বাছুর কসাইখানা বা ডেয়ারিগুলিতে জায়গা পায়। সেখানেই হয় জবাই বা দুগ্ধ উৎপাদন। যে মাংস কিংবা দুধ খেয়ে বাঁচে দুনিয়ার একটা বড় অংশ। মায়ের সঙ্গে সন্তানের নাড়ির টান এভাবে ছিড়ে নেওয়া অনেকেই মানতে পারছেন না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন