কাঁচা মরিচ
কাঁচা মরিচ
<><>><><><>
কাঁচা মরিচের বাজার গরম
গরমের আঁচ লাগছে গায়ে,
উত্তাপ উর্ধ্বাকাশে না গিয়ে
ফিরে আসছে মাটিতে পায়ে।
ঝড়-বাদল তুফান খরা
গাছ লাগানো, বৃক্ষ নষ্ট না করা,
বাজার ধরণী শীতল হবে
মৃত্তিকায় হাজারো গাছ জন্ম নেবে।
কাঁচা মরিচ খাবে কি, খাবে না
জনমনে বাড়ছে এই ভাবনা,
আমজনতার ব্যাথায় ভারী মন
হঠাৎ করে এমন হলো ভাবছে সারাক্ষণ।
কাঁচা মরিচ কাঁচা খাই
দেহ গঠনে পুষ্টি পাই,
কাঁচা মরিচের চাষ করি
সবাই মিলে ঐক্য গড়ি।
পরিচিতি:
লায়ন মো. গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি
৫১, ৫১/এ, পুরানা পল্টন (৯ম তলা), ঢাকা- ১০০০
ফোন: ০১৫৫২৬৩১১১৮, ০১৮৪২৬৩১১১৮
ই মেইল: [email protected]
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন