কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/madaripur01-20180716112919.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বৈরি আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ পথে সাময়িক সময়ের জন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ঝড়ো বাতাস শুরু হওয়ায় সোমবার সকাল ১০টা থেকে এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, সকাল থেকে বাতাস ও বৃষ্টি শুরু হলে উত্তাল হয়ে ওঠে পদ্মা। ফলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার বলেন, ঝড়ো বাতাস শুরু হলে সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্পিডবোটও বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন