কাকরাইলে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/00-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ছাত্রদলের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাকরাইল ইসলামিক সেন্ট্রাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল জানান, আমরা প্রেসক্লাবে সমাবেশ শেষ করে স্লোগান সহকারে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হন।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি পার্থ দেব মণ্ডল, মাজেদুর রহমান রুমন, সাজিদ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান, শাহ নেওয়াজ, রাজু আহমেদ তবিবুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন