কাজ বুঝে নিতে কয়েকদিন সময় দিন : দিপু মনি
নতুন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে আমি নতুন এসেছি, সকল কাজকর্ম বুঝে নিতে আমার কয়েকদিন সময় লাগবে। সময় দিন, আমি সবকিছুই সুন্দরভাবে পরিচালনা করবো।’
মঙ্গলবার দুপুর পৌনে ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে তার নিজ দফতরে উপস্থিত হয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে উপমন্ত্রী (শিক্ষা) মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সঙ্গে নিয়ে নিজ দফতরে আসেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন ফুল দিয়ে তাদের সংবর্ধনা জানান। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও অধীনস্থ দফতর-সংস্থার প্রধানরাও ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করে নেন।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশে ডা. দিপু মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সর্বাত্মক চেষ্টা করবো সে বিশ্বাস ও আস্থার মর্যাদা দেয়ার। জনগণ উজাড় করে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আমাদের প্রতি জনগণের অনেক প্রত্যাশা, তা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
তিনি বলেন, ‘গত ১০ বছরে দেশের অন্যান্য সেক্টেরের মতো সরকার যে উন্নয়ন করেছে, শিক্ষা খাতের উন্নয়নও অব্যাহত থাকবে। এই ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তা-ই করা হবে। এক্ষেত্রে আমার মন্ত্রণালয়ের সহকর্মী এবং গণমাধ্যমকর্মীদের সহায়তা খুবই প্রয়োজন হবে। আজ আর বেশি কিছু বলবো না। কাজ বুঝে নিতে আমাদের ৩-৪ দিন সময় দিন।’
নতুন শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন তা পালনে যথাসাধ্য চেষ্টা করবো। সবার সহযোগিতা নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে এই সেক্টরের উন্নয়নে কাজ করবো। যেখানে শেখ হাসিনার মতো দক্ষ, অভিজ্ঞ, সাহসী প্রধানমন্ত্রী আছেন সেখানে ভয়ের কিছু নেই।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন