কাটা জায়গায় তুলা দেয়া কি ঠিক?
কেটে গেলে ক্ষতস্থানে সাধারণত সকলেই অ্যান্টিসেপটিক, তুলা, ব্যান্ডেড ব্যবহার করে থাকি। রক্ত বন্ধ করতে বা কেটে যাওয়া পরিষ্কার করতে ছোটবেলা থেকেই বড়দের তুলা ব্যবহার করতে দেখে আসছি।
তাই আমাদের সকলেই কেটে গেলে তুলার খোঁজ করে থাকি। কিন্তু তাতে নিজের যে কী মারাত্মক ক্ষতি করছি তা আমরা অনেকেই জানি না। সম্প্রতি একটি দ্য হেলথসাইট ডট কম নামে ওয়েবসাইটে প্রকাশিত আর্টিক্যালে বলা হয়েছে তুলা ব্যবহারে হতে পারে বড় বিপদ ।
এর মূল কারণ হচ্ছে অনেক সময় কেটে যাওয়া জায়গা পরিষ্কার করতে গিয়ে তুলার রোয়া আটকে যায় । যা থেকে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া তুলা আমরা অনেকেই বাড়ির যে কোনও জায়গাই রেখে থাকি । এর ফলে তাতে ধুলো ও ময়লা জমতে থাকে। তাই সেই তুলা ব্যবহার করলেও ইনফেকশন হতে পারে। তুলা ব্যবহার করার আগে তাই সাবধান থাকুন।
দেখে নিন সেটি পরিষ্কার রয়েছে কিনা ।
চিকিৎসকেরা বলছেন যে কোনও কাটা জায়গা আগে পানি দিয়ে ধুয়ে নিন। এতে ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই কমে যায়। রক্তক্ষরণে কম করার জন্য বরফ লাগান। গজ বা ব্যান্ডেড ব্যবহার করতে পারেন । তবে রক্তক্ষরণ না কমলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন