কাতারি নাগরিকদের ওমরাহ পালনে বাধা দিচ্ছে সৌদি
কাতারি নাগরিকদের ওমরাহ পালনে বাধা দেয়া হচ্ছে বলে সৌদির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে কাতারের এক নাগরিক এমন অভিযোগ এনেছেন। কাতারের সংবাদমাধ্যমেও এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
সংবাদ মাধ্যম আল রায়ার সম্পাদকীয় পাতায় বলা হয়েছে, মক্কায় ওমরাহ হজ পালনে কাতারের নাগরিকদের প্রতি স্বেচ্ছাচারী আচরণ করছে সৌদি আরব।
গত জুনের ৫ তারিখে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত ও মিসর। তার পর থেকেই দেশগুলো কাতারের সঙ্গে আকাশ, জল ও স্থল সীমান্ত বন্ধ করে দেয়। সৌদি আরবে হজ পালনের ক্ষেত্রে কাতারি নাগরিকদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সন্ত্রাসবাদে অর্থ সহায়তা ও মদদ দেয়া এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরব দেশগুলো।
আল রায়ার খবরে বলা হয়েছে, কুয়েতের উদ্দেশ্যে ২০ জন কাতারি নাগরিকের একটি দলকে দুই দিন আটক রাখার পর জেদ্দার বিমানবন্দর থেকে বের করে দিয়েছে সৌদি আরব। ওই কাতারিরা ওমরাহ পালনের জন্য সৌদি গিয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন