কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সৌদিসহ চার দেশের
অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। বিবিসি।
এ দেশগুলো বলছে, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে কাতার।
সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, রিয়াদ কয়েকটি সীমান্ত বন্ধ করে দিয়েছে।
এসপিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ এবং চরমপন্থার ঝুঁকি থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি করা হয়েছে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা কাতারের সব পরিবহনের জন্য আকাশসীমা এবং বন্দর বন্ধ করেছে।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত কাতারের কূটনীতিকদের দেশ ছাড়তে ৪৮ ঘণ্টা সময় দিয়েছি দেশটি। দোহার বিরুদ্ধে আবু ধাবির অভিযোগ, তারা সন্ত্রাসবাদ ও চরমপন্থি বিভিন্ন সংগঠনকে সমর্থন, অর্থায়ন ও মদদ দিচ্ছে।
বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, বাহরাইনে অস্থিতিশীলতা তৈরি ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলা এবং তাদের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে দেশটি।
এসপিএ’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, দোহার কর্মকাণ্ডে সন্ত্রাসবাদ শক্তি পাচ্ছে, তারা আল-কায়েদা ও আইএসের মতো জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে এবং বিদ্রোহীদের সঙ্গেও যোগাযোগ রয়েছে- এমন অভিযোগ তুলে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর সৌদি জোট যে হামলা চালাচ্ছে সেই জোট থেকেও কাতারকে বাদ দিয়েছে সৌদি আরব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন