কাদের সিদ্দিকীর বাসায় বিএনপির দুই নেতা

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার রাত ১০টার দিকে তার মোহাম্মদপুরের বাসায় যান বিএনপির এই দুই নেতা। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টে কাদের সিদ্দিকীর যোগ দেয়ার বিষয় নিয়ে আলোচনা হয় বলে একটি সূত্র জানায়।

এর আগে এদিন বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের জেল হত্যা দিবসের আলোচনা সভায় কাদের সিদ্দিকী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ে সুলতান মনসুর আমাকে অনুরোধ করেছেন। আমি তার অনুরোধ ফেলতে পারিনি। আমি বলেছিলাম আজ (শনিবার) ঘোষণা দেব, সাংবাদিকদেরও বলেছিলাম। কিন্তু, আমি একটা দিন সময় নিতে চাই। আগামী পরশু (সোমবার) ঘোষণাটা দেব।’