কানাডায় ভিড়ে গাড়ি তুলে দেয়ায় নিহত বহু, ‘সন্ত্রাসী হামলা’ বলতে নারাজ পুলিশ

কানাডার ভ্যানকুভার শহরে একটি ফিলিপিনো উৎসবে গাড়ি তুলে দেওয়ায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।

উৎসবে উপস্থিত কিছু মানুষ মিলে ঘটনাস্থলেই অভিযুক্ত চালককে আটক করেন। ভ্যানকুভারের ৩০ বছর বয়সী এক ব্যক্তি এই ঘটনার জন্য গ্রেফতার হয়েছেন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।

তদন্তকারীরা এখন পর্যন্ত ঘটনার কোনো উদ্দেশ্য প্রকাশ করেনি। তবে পুলিশের ভাষ্যমতে, এটি সন্ত্রাসী হামলা ছিল না বলে তারা ‘আত্মবিশ্বাসী’। কানাডার কর্মকর্তারা মানসিক স্বাস্থ্যজনিত কারণের বিষয়টি তদন্ত করে দেখছেন বলে সিএনএনকে জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র।

ভ্যানকুভার পুলিশ এক বিবৃতিতে জানায়, ২৬ এপ্রিল রাত আনুমানিক ৮টা ১৪ মিনিটে এক ব্যক্তি ইস্ট ৪৩তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে লাপু লাপু ডে ফেস্টিভালে অংশগ্রহণকারী একটি বড় জনতার ভিড়ে গাড়ি চালিয়ে দেয়। ৩০ বছর বয়সী ওই সন্দেহভাজনকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে।

ভ্যানকুভার পুলিশের অন্তর্বর্তী প্রধান স্টিভ রাই জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি পুলিশ কর্তৃপক্ষের কাছে আগে থেকেই ‘কিছু নির্দিষ্ট প্রেক্ষাপটে’ পরিচিত ছিলেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। এমনকি তার অপরাধ রেকর্ড আছে কি না সেটিও প্রকাশ করেননি।

তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি একাই কাজ করেছেন এবং শুধু ‘একজন সন্দেহভাজন ও একটি গাড়ি’ এই ঘটনায় জড়িত ছিল।

ঘটনায় নিহত ও আহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানান স্টিভ রাই। কারণ নিহতদের পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ভ্যানকুভার পুলিশের মেজর ক্রাইম বিভাগ এই ঘটনার তদন্ত করছে। পুলিশ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে, যারা এ সংক্রান্ত কোনো তথ্য জানেন, তারা যেন পুলিশকে জানান।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে নিহত ও আহতদের স্মরণ করে ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। তিনি এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, নিহত ও আহতদের প্রিয়জনদের প্রতি, ফিলিপিনো-কানাডীয় সম্প্রদায় ও ভ্যানকুভারের সবার প্রতি আমার গভীর সমবেদনা। আমরা আপনাদের সঙ্গে শোকাহত।

সূত্র: সিএনএন