কান্নায় ভেঙে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন : দ্য ইন্ডিপেনডেন্ট
কান্নায় ভেঙে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে আয়ারল্যান্ড সফরে রয়েছেন তিনি। সেখানে তার ছেলে বো বাইডেনের শেষকৃত্য সম্পন্ন করা যাজকের সঙ্গে দেখা করেন তিনি। আর এসময়ই কাঁদতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।
২০১৫ সালে বো বাইডেন ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তখন তার শেষকৃত্য করেছিলেন ফাদার ফ্র্যাংক ও’গ্রাডি। আয়ারল্যান্ডের কো মায়ো শহরের নক গির্জায় গিয়ে ওই ফাদারের সঙ্গে দেখা করেন বাইডেন।
দ্য ইন্ডিপেনডেন্টকে ওই গির্জার আরেক যাজক ফাদার রিচার্ড গিবনস জানান যে, প্রেসিডেন্ট বাইডেন যখন ফাদার ফ্র্যাংক ও’গ্রাডির সঙ্গে সাক্ষাৎ করেন তখন তিনি আবেগে অশ্রু ঝরান। তিনি হাসছিলেন আবার তিনি কাঁদছিলেন। বাইরে থেকেই দেখা যাচ্ছিল যে, তার ছেলে হারানোর বিষয়টি তার কাছে কতটা কষ্টের। এটি ছিল একটি অসাধারণ বিকেল।আমি কখনও এটি ভুলবো না।
ফাদার গিবসন আরও জানান যে, এই গির্জার কোনো যাজকের সঙ্গে প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্ক আছে তা তিনি এর আগে জানতেন না। বাইডেন সেখানে গিয়ে তার পরিবারের কথা বলেছেন ও ধর্মের প্রতি তার বিশ্বাসের কথা জানিয়েছেন। এছাড়া তার মৃত সন্তান বো বাইডেনের কথাও তোলেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন