কাপ্তাই বড়ইছড়িতে অগ্নিকান্ডে ৮ দোকান ও অটোরিকশা পুড়ে ছাই
রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগুনে ৮টি দোকান এবং একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার বরইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে।
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে বরইছড়িতে অবস্থিত খাবারের দোকান লুমিনাস জোন থেকে আগুনের সূত্রপাত হয়।
এরপর আগুন চারদিক ছড়িয়ে পড়লে পাশে থাকা অটোরিকশা এবং অন্যান্য দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, আমরা ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। ভোর ৬টার দিকে দুই ঘন্টার চেষ্টায় আগুন পুরোপু্রি নিয়ন্ত্রনে আসে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সকালে কাপ্তাই ৪১বিজিবি ব্যাটালিয়ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন