কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১

রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। এছাড়া হাতির আক্রমনে আরোও একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। এছাড়া হাতির আক্রমনে ২ টি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।নিহত মহিলার নাম ঝর্ণা চাকমা (৬৫)। এছাড়া সুবিতা চাকমা নামে আরেক বৃদ্ধা আহত হন।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কি: মি: এলাকায়-রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে একটি অটোরিকশা বন্যহাতির সামনে পড়ে।

এসময় অটোরিকশায় থাকা দুইজন মহিলা যাত্রীকে বন্য হাতিটি গুরুতর আঘাত করে। আহতদেরকে ঐ পথে চলাচলকারী সিএনজি চালক এবং যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে পথেমধ্যে একজন মারা যান। অপরজন এখনো চিকিৎসাধীন আছেন। এসময় সিএনজি চালক দৌড়ে প্রাণে রক্ষা পায়।