কাপ্তাই বন্যহাতির আক্রমণে নিহত ১

রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। এছাড়া হাতির আক্রমনে আরোও একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। এছাড়া হাতির আক্রমনে ২ টি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।নিহত মহিলার নাম ঝর্ণা চাকমা (৬৫)। এছাড়া সুবিতা চাকমা নামে আরেক বৃদ্ধা আহত হন।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কি: মি: এলাকায়-রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে একটি অটোরিকশা বন্যহাতির সামনে পড়ে।
এসময় অটোরিকশায় থাকা দুইজন মহিলা যাত্রীকে বন্য হাতিটি গুরুতর আঘাত করে। আহতদেরকে ঐ পথে চলাচলকারী সিএনজি চালক এবং যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে পথেমধ্যে একজন মারা যান। অপরজন এখনো চিকিৎসাধীন আছেন। এসময় সিএনজি চালক দৌড়ে প্রাণে রক্ষা পায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















