কাপ্তাই লেকের পানিতে ডুবে ১ জনের মৃত্যু

রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় পানিতে ডুবে হারুন -উর- রশিদ (৫০), একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টায় শহরের রিজার্ভ বাজার এলাকার ১নং ওয়ার্ডের চম্পানিরমার টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত বারোটায় লেকের উপরস্থ তার নিজ বাড়ির বারান্দা থেকে লেকে পানিতে পড়ে ডুবে যায়।

রাঙ্গামাটি ফায়ার স্টেশন উক্ত নিখোঁজের সংবাদ পাওয়া মাত্র সকালে লিডার আলী হোসেনের নেতৃত্বে ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ডুবুরি সজীব ও ফায়ার ফাইটার-কাম-ডুবুরি নাজিম নিখোঁজের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ কোতোয়ালি থানার নিকট হস্তান্তর করেন।