কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে সুবলং চ্যানেল সুইমিং- ২০২৪
“কাপ্তাই লেকে কাঁটবে সাঁতার, ভয় করবে জয়। নিয়মিত কাটলে সাঁতার, স্বাস্থ্য ভালো হয়! প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় সুবলং চ্যানেল সুইমিং -২০২৪।
শনিবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে সুবলং বাজার হতে শহিদ মিনার ঘাট ১৩.৫ কি.মি. সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বেঙ্গল’স ডলফিনের ২৬ জন সাঁতারু।
প্রতিযোগিতা শুরু হয় সকাল ৮.৪৭ মিনিটে। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী ৩ ঘন্টা ৫৪ মিনিটে সুবলং বাজার হতে শহিদ মিনার ঘাটে এসে পৌঁছায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জোন কমান্ডার লে.কর্ণেল মোঃ এরশাদ হোসেন চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন নূয়েন খীসা
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বরগুনা জেলার সাইফুল ইসলাম রাসেল, দ্বিতীয় হয়েছে সাতক্ষীরা উপজেলার তৌফিকুজ্জামান, তৃতীয় হয়েছেন এস আই এম ফেরদৌস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন