কাপ্তাই হ্রদের নৌ-রুটে স্পিডবোট বন্ধে ধৈর্য্য ধারনে জেলা প্রশাসনের আহবান

দেশের বিভিন্ন নৌ-পথগুলোতে স্পিডবোট যাত্রীদের ভাড়া নির্ধারণের পর সোমবার (৫ মে) থেকে ৫ দিন ধরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়েছে। বিগত ৫দিন চালকরা স্পিডবোট চলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন এই নৌপথে চলাচলকারী যাত্রীরা।
চালকদের দাবি, নৌ মন্ত্রণালয়ের কিলোমিটার প্রতি নির্ধারিত ভাড়ায় স্পিডবোট চালালে তারা লোকসানের মুখে পড়বেন। এদিকে, স্পিডবোট বন্ধের চার দিন পর বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ধারণ করার আহবান জানিয়েছেন জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ মে) রাতে এক বিবৃতিতে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, বিআইডব্লিউটিএ কর্তৃক সম্প্রতি স্পিডবোটের নতুন ভাড়ার হার নির্ধারণের প্রেক্ষিতে রাঙ্গামাটি ফিসারিঘাট থেকে মাইনী-লংগদু রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট স্পিডবোট মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসন কর্তৃক একাধিকবার আলোচনা করা হয়।
স্পিডবোট মালিকপক্ষ জানায়, নতুন ভাড়ার হার নির্ধারণে রাঙ্গামাটি থেকে মাইনীর দূরত্ব সঠিকভাবে বিবেচনা করা হয়নি। তাদের দাবি, রাঙ্গামাটি থেকে মাইনূর নৌপথে দূরত্ব কমপক্ষে ৭০কিলোমিটার। যেখানে নতুন ভাড়া নির্ধারণে দূরত্ব বিবেচনা করা হয়েছে ৪৬ দশমিক ২৫কিলোমিটার।
স্পিডবোট মালিকপক্ষের ভাষ্যমতে, নতুন ভাড়ায় স্পিডবোট চালালে তারা ক্ষতির সম্মুখীন হবেন এবং পুরনো ভাড়ায় চালিয়ে যাত্রীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হচ্ছে বিধায় তারা ভাড়ার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত স্পিডবোট চলাচল আপাতত বন্ধ রেখেছেন।
বিবৃতিতে জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনে থেকে ইতোমধ্যে উল্লেখিত বিষয় অবহিত করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়পূর্বক শুক্রবারের মধ্যে এটার ন্যায্য সমাধান করার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেয়া হবে মর্মে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে আশ্বস্ত করেছে। বিষয়টি দ্রুত সুরাহা করার প্রচেষ্টা চলমান আছে। সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানানো হলো।
এর আগে, গত ২৮ এপ্রিল (সোমবার) নৌ পরিবহন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌ-রুটভিত্তিক যাত্রী ভাড়া নির্ধারণ করে।
সারাদেশের বিভিন্ন নৌ-রুটে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করে দেওয়া বিজ্ঞপ্তিতে কাপ্তাই হ্রদের রাঙ্গামাটি জেলা শহরের ফিসারীঘাট থেকে মারিশ্যা (বাঘাইছড়ি উপজেলা) পর্যন্ত ভাড়া ৮০০ টাকা, মাইনীমুখ (লংগদু উপজেলা) পর্যন্ত ভাড়া ৪৫০ টাকা, জুড়াছড়ি উপজেলা পর্যন্ত ৩২০ টাকা এবং বরকল উপজেলা পর্যন্ত ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যদিও, প্রজ্ঞাপন জারির আগে এসব রুটে মারিশ্যা পর্যন্ত ১ হাজার টাকা, মাইনী পর্যন্ত ৬৫০ টাকা, জুরাছড়ি ও বরকলে ৫০০ টাকা হারে ভাড়া নেয়া হতো।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন