কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে স্টেকহোল্ডারদের সাথে পার্বত্য উপদেষ্টার মতবিনিময়

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ড. মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বৈঠকে পার্বত্য উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদকে ঘিরে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কাপ্তাই লেকে পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। কাপ্তাই হ্রদের পানির উৎস সারা বছর ধরে রাখার জন্য বাঁশ ও অন্যান্য পানি ধরে রাখার গাছ লাগাতে হবে।হ্রদের ড্রেজিং করলে মাটিগুলো দিয়ে রাবার ড্যাম তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি পরিবেশের কোন ক্ষতি না হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি জেলার ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়া।

জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইশতিয়াক হায়দার, জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলনিক পূর্ণেন্দু চাকমা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।