কাবিং এ দেশসেরা আদিবকে ময়মনসিংহের গৌরীপুরে সংবর্ধনা
‘যথাসাধ্য চষ্টা করিবা’ এ মূলমন্ত্রে দীক্ষিত হয় কাবিং কার্যক্রম, মানবিক, সামাজিক ও পরিবেশ রক্ষায় বিশষ অবদানর জন্য প্রাথমিক শিক্ষা পদক জাতীয় পর্যায় প্রথম স্থান অর্জন করছে ময়মনসিংহর গৌরীপুরের তাহমিন ইসলাম আদিব।
বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং আমাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভায় দেশসেরা কাবিং নির্বাচিত হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোমনাথ সাহা প্রধান অতিথি থেকে আদিবকে সংবর্ধিত করে।
এ সময় প্রধান অতিথি তাকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট তুলে দেন। আদিব গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত। একই সাথে সেরা ইউনিট লিডার হিসেবে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাজীব আহমেদকেও সংবর্ধিত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমদ। সহকারী উপজলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখন উপজলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাদিউল ইসলাম।
মো. আবু রায়হান, নাজমা খাতুন, ফারহানা ফেরদৌসী, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সূরযবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক আমজাদ হোসেন, গৌরীপুর পৌর মডল সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক একএম মাজহারুল আনায়ার ফেরদৌস, সিংজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক শংকর চাকী।
পরে উপজেলা স্বজন সমাবেশ ও উপজেলা সহকারী শিক্ষক সমিতি পৃথক পৃথকভাবে তাকে সংবর্ধিত করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন