কাবুলে জানাজায় বিস্ফোরণে নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিক্ষোভকারীর জানাজায় তিন দফা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির উন্নতির দাবিতে শুক্রবার কাবুলে আয়োজিত বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত সিনেটের ডেপুটি স্পিকারের ছেলের জানাজায় শনিবার এ হামলার ঘটনা ঘটে।

ডেপুটি স্পিকারের ছেলে সালেম ইজদিয়ার ছাড়াও শুক্রবারের বিক্ষোভে পাঁচজন নিহত হয়েছিলেন। বুধবার কাবুলের কূটনীতিক পাড়ায় ভয়াবহ ট্রাক বোমা হামলায় ৯০ জন নিহত ও চার শতাধিক আহতের ঘটনায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ওই বিক্ষোভের ডাক দেয়া হয়েছিল।

সারাই শামালি এলাকার টেপা মার্শাল ফাহিম কবরস্থানে অনুষ্ঠিত এই জানাজায় আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত আছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

জানাজায় কমপক্ষে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা কয়েকটি ছবিতে ঘটনাস্থলে বেশ কিছু লাশ পড়ে থাকতে দেখা গেছে।

জঙ্গিদের আরো হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার।