কাবুলে শীর্ষ আলেমদের সমাবেশে বোমা হামলা, নিহত ৮

আফগানিস্তানের কাবুলে শীর্ষ আলেমদের একটি সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।

পশ্চিম কাবুলের একটি আবাসিক এলাকায় সোমবারের ওই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদের সমালোচনা করতে আলেমরা ওই সমাবেশে জড়ো হয়েছিলেন।

তবে এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।