কাব্য বিলাসের ‘বিবেক’ চিত্রায়ণ হবে বিটিভিতে
কোলকাতা আর্ন্তজাতিক নাট্য উৎসব শেষে দেশে ফিরেই ভিন্নধারার নাটক ‘বিবেক’ নিয়ে মহড়াতে ব্যস্ত সময়-পার করছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী।
গ্রাম বাংলার প্রেক্ষাপটে নির্মিত এ নাটকে উঠে আসবে বাউল শিল্পীদের জীবনের নানা চিত্র। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় বিবেক নাটকে উঠে আসবে বাংলার কৃষ্টি ও কলা কি ভাবে ভিনদেশি সাংস্কৃতিতে হারাতে বসেছে। আগামী ২৪ জুলাই বিটিভিতে চিত্রায়ন হবে নাটকটি।
রাজধানীর, কাওলার মহড়া কক্ষে, দলের সদস্যরা নিয়মিত নাটকটির মহড়া করছে। কাব্য বিলাসের পক্ষে রাসেল জানান, বরাবরের মত এ-বারো আমরা দর্শকদের সামনে ভিন্ন ধারার নাটক নিয়ে আসছি। বাউল জীবনের সুখ দুখের গল্পে দর্শক পাবে ভিন্ন আমেজ।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, নোঈম ইসলাম, লুবনা, চাঁদনী, সজীব, প্রিয়াঙ্কা, মামুন, রাকিব, আশরাফুল, শাকিল, রুবেল, অন্যন্যাসহ আরো অনেকে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন