কামরুল ইসলাম সাজুর স্বরচিত কবিতা- “ব্যথা ভরা কথা”

স্বরচিত কবিতা-

“ব্যথা ভরা কথা”

কামরুল ইসলাম সাজু

নিজকে সরিয়ে নিলাম
তোমাদের মাঝ থেকে,
না বলা কথা গুলি মোর
হৃদয় মাঝে রেখে।

কথা হবে মোর, সেই দেখা সেই পাওয়া হবে না আর!
তবুও দোষী;নই-গো দোষ খুঁজি
ভালো না-লাগে তোমার।

আপন জন কত-না অপ্রিয়
কথা-মালা গায়ে,
নিষ্ঠুর আচরণে হারায় পথ! বেদনার্ত….
নিরবে নিভৃত নিরুপায়ে।।

অবিভাবক খুঁজি অবিরাম
অবধি অভিমানের সুযোগে,
আমার জন্যে আমি আজ
পরিত্যক্ত দোষের দোষ গুলিতে,
নিঃসৃত নিঃস্ব করে যেন মোর অবিযোগে।

মোর পথিক, পথহারা!
সুবিধা নেই বলে……
সুযোগ পেলে আবারও ভাসাবে
তোমার কত-না সুমধুর বোলে।

অপেক্ষার আঁচলে পরশ তোমার
তিক্ত করে সিক্ত শত ব্যথা,
বেঁচে থেকেও মৃত্যু আমি
মৃত আমার কথা।।

 

কবি-
ম.কামরুল ইসলাম সাজু
ইতালি প্রবাসি
লেখার সময়- ৪:২৪ রাত (ইতালি সময়)
তাং- ০৮/০১/২৩ ইং