কারওয়ানবাজারে বাস দুর্ঘটনায় মা নিহত, মেয়ের অবস্থা গুরুতর
রাজধানী ঢাকার কারওয়ানবাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় জরিনা বেগম (৬০) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। জানা যায় মেট্রোরেলের নির্মাণ সামগ্রীর সঙ্গে বিকল্প পরিবহনের এক বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। এসময় নিহত জরিনার মেয়ে বেবী আক্তার (৩০) গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, ফার্মগেটগামী বিকল্প পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রোরেলের নির্মাণ সামগ্রী ওপর তুলে দেয়। এতে বাসের সামনে থাকা মা-মেয়ে আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বেবী জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢামেক সূত্রে জানা গেছে, নিহতের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে। ঢাকায় তারা মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশ নগরে থাকেন। ফকিরাপুল আত্মীয় বাসা থেকে বাসযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন