‘কারও দেশে ফেরা আটকে রাখার অধিকার সরকারের নেই- ওসমান ফারুক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেছেন, কারও দেশে ফিরে আসা আটকে রাখার অধিকার কারোর নেই। কোনো সরকারের নেই। আমি যে প্রবাসে ছিলাম বুঝতে পেরেছি কত কষ্টে ছিলাম। আপনারা যদি মনে করেন উনি (তারেক রহমান) আনন্দে রয়েছেন, তা নয়।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক এম সানাউল হকের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন কাটিয়ে গত সপ্তাহে দেশে ফিরে আসেন ওসমান ফারুক।

এ উপলক্ষ্যে বুধবার বিকালে তার নিজ নির্বাচনি এলাকার করিমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ কাউস, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, ইসমাইল হোসেন মধু।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাঈল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন প্রমুখ।