কারও বাহাবা পাওয়ার জন্য আন্দোলন করিনি : ভিপি নূর
ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর জানিয়েছেন, কারও বাহাবা বা প্রশংসা পাওয়ার জন্য তিনি সন্ত্রাসীদের হাতে বারবার রক্তাক্ত হয়েও কোটা সংস্কার, প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন কিংবা ডাকসু নির্বাচন করিনি।
সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া স্ট্যাটাসে তিনি একথা জানান।
যদিও সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকসু পুনঃনির্বাচনের দাবিতে পূর্বঘোষিত ভিসি কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে তাকে পাওয়া যায়নি।
তার অনুপস্থিতির বিষয়ে সহযোদ্ধা পরাজিত জিএস প্রার্থী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পরিবর্তন ডটকমকে বলেন, ‘ডাকসু নির্বাচনের আগে-পরে বারবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছে। সে শারীরিকভাবে অসুস্থ, তাই কর্মসূচিতে আসতে পারেননি।’
তবে ওই কর্মসূচি শেষ হওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেন নূর।
এতে তিনি বলেন, ‘নৈতিকতা, দেশপ্রেম ও সচেতনতার জায়গা থেকেই বারবার নির্যাতিত হয়ে ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি।’
নূর আরও বলেন, ‘সাধারণ ছাত্র তথা এদেশের মানুষের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি/অধিকার আদায়ে ভবিষ্যতে ও নিজের জায়গা থেকে সোচ্চার থাকব।’
তিনি বলেন, ‘নূর কিংবা অন্য কেউ কি করেছে বা করবে সেটা বাদ দিয়ে নিজের জায়গা থেকে কি করতে পেরেছেন, করবেন সেটা আগে ভাবুন। ১৮ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষ অর্থাৎ প্রতি ১৮ জনে ১ জন করে সচেতন ও দেশপ্রেমিক প্রতিবাদী মানুষ থাকলেও দেশের আজকের এই অবস্থা দেখতে হতো না।’
ডাকসুর নবনির্বাচিত ভিপি লেখেন, আকাশ থেকে ফেরেশতা কিংবা পাতাল থেকে পরী এসে সমাজ-রাষ্ট্রের এ অন্যায়-অনিয়ম, বৈষম্য দূর করবে না, অধিকার আদায়ে নিজেদেরই সচেতন হতে হবে, লড়াই-সংগ্রাম করতে হবে।
তিনি আরও লেখেন, শুধু অন্যের দোষ-ত্রুটি না খুঁজে, আগে নিজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন হোন, দায়িত্বশীল হোন,অন্যকে ও তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন করুন। সমাজ-রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন