কারখানায় ইফতার খাওয়ার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
নারায়ণগঞ্জ: জেলায় এনটি অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২০ জুন) সকালে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রমিকরা জানান, কারখানায় ইফতার খাওয়ার পর তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে কাজে যোগ দেয়ার পর আবারো বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠায় কারখানা কর্তৃপক্ষ।
এ খবর জানার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় গণহিস্টিরিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন