কারো প্রতিষ্ঠান, বাড়িঘর ও সংখ্যালঘুদের আঘাত করা যাবেনা: ব্যারিস্টার হাসান রাজীব
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় গোল চত্বরে বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন,কারো প্রতিষ্ঠান বাড়িঘর, মন্দির ও সংখ্যালঘুদের উপর কেউ যেন হামলা করতে না পারে।
বিএনপির একজন কর্মী হিসেবে মানুষের জানমালের রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে এই স্বৈরাচারের প্রেতাত্মারা যেন কোন ষড়যন্ত্র করতে না পারে।
তিনি আরো বলেন, আমাদের অনেক নেতার বিরুদ্ধে বিচারের নামে জুডিশিয়াল ক্লিং করা হয়েছে।আমাদের এ বিজয়ের মাধ্যমে প্রথম ধাপ উত্তীর্ণ হয়েছে। আরো অনেক ধাপ এগিয়ে যেতে হবে। এখনো অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়নি। অন্তবর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে সরকার গঠনে কাজ করতে হবে।
মঙ্গলবার উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, সদস্য রফিকুল ইসলাম, জামায়াতের আমীর হাছান আলী ও সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা হাবীবুর রহমান সাতা প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন