কার্যালয়ে তল্লাসি, স্থায়ী কমিটির নেতাদের ডেকেছেন খালেদা
গুলশানে রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাসি ঘটনায় পরবর্তী করণীয় ঠিক করতে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৭টায় গুলশানের ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। নাশকতার সরঞ্জাম জড়ো করা হয়েছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। দুই ঘণ্টা অভিযান শেষে ফলাফল শূন্য বলে জানায় পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন