কালকিনিতে আধিপত্য বিস্তারের কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে গ্রামের আধিপত্য বিস্তারকে নিয়ে খবির মৃধা নামের এক ইউপি সদস্য নিহতের ঘটনা ঘটেছে। উভয় পক্ষ যখন সংঘর্ষে লিপ্ত তখন ককটেল বিস্ফোরণে খবিরের মৃত্যু হয়। জানা যায় দু’দলেই স্থানীয় আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত।
ঘটনার সূত্র থেকে জানা যায়, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাদুরী গ্রামে অনেক আগেই থেকেই বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ও একই গ্রামের আকতার শিকদারের ভিতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর মধ্য একটি খবর আসে সুমন গ্রুপের একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনা সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের শুরু হয়। এক পর্যায় ককটেল বিস্ফোরণে আকতার গ্রুপের বাঁশগাড়ি ইউপির নয় নং ওয়ার্ডের সদস্য খবিরের মৃত্যু হয়ে থাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন