কালকিনিতে কোচিং করানোর দায়ে দুই শিক্ষকে জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/02/132101_bangladesh_pratidin_Coaching.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : সরকার এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে কোচিং সেন্টার বন্ধা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মাদারীপুরের কালকিনি উপজেলার দুইটি স্কুলের শিক্ষাকরা এ কোচিং সেন্টার বন্ধা রাখার সিদ্ধান্ত নামেনে কোচিং চালিয়ে যাচ্ছিল। মঙ্গলবার সকালে কোচিং করানোর সময়ে মাদারীপুর র্যাব-৮ এর এর কমান্ডার রইসউদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঐ দুই শিক্ষকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকে ২০ হাজার করে ৪০ টাকা জরিমানা করে থাকে।
ঘটনার সূত্র থেকে জানা যায়, সকালে কালকিনির পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক জালালউদ্দিন ও সৈয়দ আবুল হোসেন একাডেমির সহকারী ইংরেজি শিক্ষক সমতল গাইন কোচিং সেন্টার বন্ধা রাখার সিদ্ধান্ত নামেনে কোচিং করে আসছিল। মাদারীপুর র্যাব-৮ এর কতৃক ভ্রাম্যমাণ আদালত উপজেলা নিবাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় কোচিং করানের সময়ে ঐ দুই শিক্ষকে প্রত্যেকে ২০ হাজার করে ৪০ টাকা জরিমানা করে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন