কালকিনিতে ট্রলির ধাক্কায় যুবক নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/Accident.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় ইট ভর্তি তিন চাকার ট্রলির ধাক্কায় রাহাত কাজী (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। নিহতের বাড়ি ঐ উপজেলার উ. রমজানপুর গ্রামে সে রাজ্জাক কাজীর ছেলে।
ঘটনার সূত থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে রাহত মোটরসাইলে নিজের বাড়ি যাওয়ার পথে খাসেরহাট সড়কের সমিতিরহাট এলাকায় পৌঁছিলে পিছন থেকে একটি ইট ভর্তি তিন চাকার ট্রলির ধাক্কা দেয়। এ সময়ে দুর্ঘটনায় গুরতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার ডাক্তার রাহাতকে মৃত ঘোষণা করেন।
কালকিনির থানার পুলিশের কর্মকর্তা বলেন, কালকিনিতে ইট ভর্তি ট্রলির ধাক্কায় রাহাত কাজী নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন