কালকিনিতে নিজ গৃহে থেকে গৃহবধূর লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরের কালকিনি উপজেলায় আজ শুক্রবার নার্গিস বেগম নামের এক গৃহবধূর লাশ নিজ গৃহে থেকে উদ্ধার করেছে কালকিনির থানা পুলিশ। প্রাথমিকভাবে নার্গিসের পরিবারের ধারনা করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে এ হত্যা করেছে। এদিকে এ ঘটনার পর থেকে নার্গিসের স্বামী আসলাম চৌকিদারসহ তার পরিবার পালিয়ে গেছে।
সূত্র থেকে জানাযায়, ১৩ বছর আগে কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের আসলাম চৌকিদারের সাথে নার্গিসের বিয়ে হয়। আসলাম অনেকদিন দেশের বাইর থেকে কিছুদিন আগে দেশে ফিরে আর একটি বিয়ে করে। এরপর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। এ ঘটনা ধরেই নার্গিসের পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কালকিনির থানা পুলিশ নার্গিসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ময়নাতদন্তের শেষে কিভাবে নিহত হয়েছে তা জানাযাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন