কালবৈশাখি ঝড়ে লন্ডবন্ড সিলেটের সূর্যমুখী বাগান গুলো
সিলেট জুড়ে গত তিন-চার দিন ধরে কালবৈশাখী ঝড়ে লন্ডবন্ড হয়েছে সূর্যমুখী বাগান গুলো। কালবৈশাখী ঝড়ের কারণে বড় ধরণের ক্ষতি হয়েছে বাগান মালিকদের। কৃষকরা মাথায় দিয়ে বসে আছেন বাগানের সম্মুখে।
বৃহত্তর সিলেট জেলায় সূর্যমুখী বাগান গুলো দৃষ্টিন্দন কাড়ার মত ছিলো।
সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলায় কয়েক হেক্টর জমিতে কৃষকরা সূর্যমুখী বাগান করেছেন। চৈত্র মাসের মাঝা-মাঝি কালবৈশাখী ঝড়ে কৃষকদের স্বপ্ন লন্ডভন্ড হয়ে গেছে। ২০২০ সালে দেশ জুড়ে করোনায় এদিকে যেমন ক্ষতিগ্রস্থ হয়ে ছিলেন কৃষক সে ক্ষতি পুষিয়ে নিতে চেয়ে ছিলেন ২০২১ সালে কৃষকরা কৃষি চাষের ক্ষেত্রে বেশ গুরুত্ব দিয়ে, তাহাও স্বপ্ন ভেঙে দিলো কাল বৈশাখি ঝড়।
সিলেট জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়- এ বছর সিলেট জুড়ে বাম্পার ফলন হয়ে ছিল সূর্যমুখী বাগানের মাধ্যমে। শুধু মাত্র সিলেট জেলায় প্রায় ১০০ জন কৃষক প্রায় ৯০ হেক্টর জমিতে সুর্যমুখীর হাইসান-৩৩ জাত চাষাবাদ করা হয়েছিল। গত তিন-চার দিনের ঝড়ের আঘাতের কৃষকদের প্রায় লক্ষা দিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
এ দিকে সূর্যমুখী বাগান মালিকরা জানান, এ বছর আগাম বৈশাখী ঝড়ে এসেছে বিধায় ক্ষতি হয়েছে। বাগান জুড়ে চোখ জুড়ানো মনমুগ্ধ কর হলুদের সমারোহ ছিল। সবুজ গাছে থাকা এসব হলদে ফুল সূর্যের দিকে মুখ করে বাতাসে দুলতো। ফুলে ফুলে ঘুরে বেড়াতো মৌমাছি ও প্রজাপতি।
এ ক্ষতি কিভাবে পুষাবেন কৃষকরা এ নিয়ে দুচিন্তায় আছেন। সরকারের কাছে সহযোগীতা চেয়েছেন কৃষকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন